গ্যাস্ট্রিকের ওষুধের দীর্ঘমেয়াদি ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্ত থেকে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ত্রিফলা মিক্স খান, সুস্থ থাকুন।
🍴 ত্রিফলা মিক্স খাওয়ার নিয়ম:
▪ ১ থেকে ২ চামচ করে ২ বেলা খাবার পর মুখে দিয়ে চিবিয়ে অথবা পানি দিয়ে খেতে হবে।
▪ বেশি গ্যাস্ট্রিক দেখা দিলে তবুও ঔষধ নয়, ত্রিফলা মিক্স সাধারণ সময়ের তুলনায় একটু বেশি পরিমাণ খেয়ে নিন।
▸ত্রিফলা মিক্সের কাজ কী?
▪ গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, অরুচি, ক্ষুধা না লাগা, পেট ফাপা, বমি, পেট খারাপ, ঢেকুর উঠা, ময়লা জিভ, মুখে দুর্গন্ধ, গলা-বুক জ্বালা, পেট ভার, পেট ব্যাথা, অম্ল বা অ্যাসিড, পেটে বায়ু জমা, বুক ধড়ফড় করা।



Masum Khan –
আপনাদের ত্রিফলা মিক্স খেয়ে আমি এবং আমার এক বন্ধু গ্যাস্ট্রিক থেকে অনেক মুক্তি পেয়েছি
Al-Amin Hussain –
এই ত্রিফলা মিক্স আমি নিজে ও আমার পরিবারের সদস্যরা খেয়ে অনেক ভালো উপকার পেয়েছি। আলহামদুলিল্লাহ।
Mukul hossain –
আলহামদুলিল্লাহ ত্রিফলা মিক্স সেবন করার পর আমার গ্যাস্ট্রিক পেট ফাঁপা বদহজম থেকে মুক্তি পেয়েছি। এখন অনেক সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি।
আজিজুর রহমান –
আমার দীর্ঘদিনের পুরনো গ্যাস্ট্রিক ছিলো। বিভিন্ন ধরণের ওষুধ খেতে খেতে এক সময় আলসার হয়ে যায়।
ইবনে সিনা হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে ৩ মাস+ আলসারের ওষুধ খেয়েও যখন সমাধান হয়নি, তারপর এই ত্রিফলা মিক্স এর সন্ধান পাই।
আলহামদুলিল্লাহ্ এই ত্রিফলা মিক্স যেদিন থেকে খাওয়া শুরু করেছি, তারপর ১ বছরের বেশি আমি আর ১ পিস ও গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি।
আলহামদুলিল্লাহ্, আমি এখন খুবই ভালো আছি।
Tafsir –
আমি নিজে খেয়েছি বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম। পরবর্তীতে আমার শাশুড়ী এর জন্য নিয়েছি। সাজেস্ট করা যায় গুনগত মান ধরে রাখতে পারলে।
Arif Billah –
ত্রিফলা মিক্স খেয়ে আলহামদুলিল্লাহ আমার গ্যাস্ট্রিক এখন নিয়ন্ত্রণ। আমার বাবা ও এই ত্রিফলা মিক্স খেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।ধন্যবাদ ভেটালেক্স।❤️❤️❤️❤️
HriDoy –
আমি ব্যক্তিগতভাবে ত্রিফলা মিক্স গ্যাসের ওষুধ খেয়ে অসাধারণ উপকার পেয়েছি। অনেকদিন ধরেই গ্যাসের সমস্যায় ভুগছিলাম, বিশেষ করে খাবার পর পেট ফেঁপে যেত এবং অস্বস্তি লাগত। বিভিন্ন ওষুধ চেষ্টা করার পরও স্থায়ী সমাধান পাইনি।
তবে ত্রিফলা মিক্স খাওয়া শুরু করার পর থেকেই পেটের অস্বস্তি অনেকটা কমে গেছে। এটি শুধু গ্যাসের চাপ কমায় না, বরং হজমেও দারুণভাবে সাহায্য করে। খাবার পর এখন আর ভারী লাগে না, বরং হালকা ও সাচ্ছন্দ্যবোধ করি।
এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি, যা আমার জন্য বড় একটা স্বস্তির বিষয়। নিয়মিত খাওয়ার পর বুঝতে পেরেছি যে এটি শুধু তাৎক্ষণিক সমাধানই দেয় না, বরং দীর্ঘমেয়াদি উপকারও করে।
এছাড়াও, ত্রিফলা মিক্স কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ কার্যকর। আগে মাঝে মাঝে এই সমস্যায় ভুগলেও এখন এটি অনেকটাই নিয়ন্ত্রণে আছে।
#Thank You #Vitalix
সুমন হাসান –
ত্রিফলা মিক্স আমি ও আমার পরিবার খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খুবই কার্যকারী। ত্রিফলা মিক্স খেয়ে সত্যিই উপকার পেয়েছি। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলাম, কিন্তু এটি নিয়মিত খাওয়ার পর অনেকটাই আরাম পেয়েছি। হজমশক্তি আগের চেয়ে ভালো হয়েছে, খাবার ঠিকমতো পাচন হচ্ছে, আর পেটেও হালকা অনুভব করছি। যারা গ্যাস্ট্রিক ও হজমজনিত সমস্যায় ভুগছেন, তারা একবার চেষ্টা করে দেখতে পারেন।